মোঃ সবুজ খান,মির্জাপুর টাঙ্গাইলঃ
আজ টাংগাইল মির্জাপুরে মসদই গ্রামে আয়োজিত চাচা ভাতিজা প্রীতি ফুটবল টুনামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায়
অংশ নিচ্ছে মিজান একাদশ বনাম সাপলু একাদশ। উক্ত খেলায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির। আরো উপস্থিত ছিলেন উয়াশী ইউনিয়ন পরিষদের মেম্বার সুলতান আহমদ টিপু। উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবল সবুর লস্কর, আওলাদ হোসেন, শাহাবুদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান খান, সানোয়ার হোসেন খান, কাজী শাওন, বাবলা লস্কর, মসদই জনকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ আসলাম, বাঁধন,সাইদুর রহমান লস্কর, উক্ত খেলায় মিজান একাদশ সাপলু একাদশকে ৩/২ গোলে পরাজিত করে। খেলায় পরিপূর্ণ দর্শক উপস্থিতি ছিল। খেলা শেষে বিজয়ী দল কে ৫০ হাজার টাকা ও পরাজিত দলকে ২৫ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।