নড়াইল জেলার কালিয়া উপজেলার চাপাইল ব্রীজের প্রবেশ মুখে(গুরুত্বপূর্ন পয়েন্টে চাপাইল পাড়ে) প্রতিদিন এমনি করে আগত যানবাহন গুলি এলোপাথারী ভাবে রাখায় সারাক্ষন যানজট ও অহরহ দূর্ঘটনা ঘটছে, স্থানীয় সংবাদ পত্রে ও অনলাইল মিডিয়া পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ দৃশ্যের সাড়া পড়লেও কোন প্রতিকার চোখে পড়ে না।
কালিয়া টু গোপালগঞ্জ সড়কের চাপাইল থেকে যোগানিয়া পর্যন্ত বেপরোয়া গাড়ী চলাচলে সড়কটি মৃত্যু ফাঁদ হিসেবে পরিনত হয়েছে, বিগত কয়েক বছর যাবৎ অনেক পথচারী সহ অনেকে প্রান হারান ও পঙ্গুত্ব বরন করেন।
এলাকাবাসী জানান, এ ব্যস্ততম সড়কে অবৈধ যান চলাচল বন্ধ হলে দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে, চাপাইল সেতু থেকে যোগানিয়া বাজার পর্যন্ত (ঝুকিপূর্ন চলাচল), জনস্বার্থে সড়কটি অতিসত্বর মেরামত ও অবৈধ যান চলাচলে যথাযথ কতৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন।