শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সাতক্ষীরা সরকারি কলেজ রোড পুননির্মাণে সড়ক অবরোধে প্রস্তুতি সভা  চট্টগ্রামে সরকারি কলেজ অধ্যাপককে পিটালেন ছাত্রলীগ নেতা মোংলায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ে পুষ্টি সপ্তাহের সমাপনী শরীর ঠিক রাখতে হলে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবেঃ স্বাস্থ্য পরিচালক রামপালে সাম্প্রদায়িকতার বাষ্প ছড়ানোর অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন  শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি আতাউল হক দোলন  বিসিক জেলা কার্যালয়, গোপালগঞ্জের আয়োজনে পাঁচ দিনব্যাপী নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে কোরবানির জন্য মজুদ আছে সাড়ে ৮ লাখ পশু

চারঘাট উপজেলায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

 

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম বা পরিশ্রমও কম আবার বাজার মুল্য বেশী হওয়ায় ভুট্টাচাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

এক সময় কৃষকদের ধারনাও ছিল না বা এখনকার মত আগ্রহও ছিল না। দু একজন কৃষক সখ করে ভুট্টা চাষ করত নিজ বাড়িতে খাওয়ার জন্য।

ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি পশু খাদ্য হিসাবে ব্যবহার হয়ে থাকে যেমন ফিড কারখানায় ভাঙ্গিয়ে মুরগীর খাদ্য বা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। যার কারনে এর মুল্যও অনেক বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বাজারে ভুট্টা ১ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৬’শ টাকা মন বিক্রয় হচ্ছে বলে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর রবিশষ্য মৌসুমে চারঘাট উপজেলায় ৭০০ হেক্টর জমিতে ভুট্টাচাষ করা হয়েছিল। কিন্তু চলতি রবিশষ্য মৌসুমে উপজেলায় বৃদ্ধি পেয়ে ৯১২ হেক্টর জমিতে ভুট্টাচাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে ভুট্টাচাষ বৃদ্ধি পেয়েছে কারন ভুট্টা চাষে পরিশ্রম কম ভুট্টার বাজার মূল্য গত বছরের তুলনায় অনেক বেশি তাছাড়া উন্নত জাতের ভুট্টা বীজ এখন ব্যবহার হচ্ছে যার কারণে ভুট্টা চাষে ফলনও বৃদ্ধি পেয়েছে। যেমন: ভুট্টা বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ মণ পর্যন্ত ফলন হচ্ছে।

তিনি আরও জানান, রবিশস্য মৌসুম ছাড়াও খরিপ মৌসুমে ভুট্টা চাষ করছে কৃষকরা। উন্নত জাতের ভুট্টার বীজ ব্যবহার করে কৃষকরা ভুট্টা চাষে লাভবান হচ্ছে যার কারণে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।