মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলা সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপক ছিলেন, রাজশাহী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান এর সঞ্চলনায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বায়েজিদ হোসেন ওয়ারেছী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সেমিনারে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা বলয়ের বিভিন্ন ভাতা বিষয়ে আলোচনা করা হয়।