মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
মদসই গ্রামের কৃতি সন্তান ক্রীড়া ব্যাক্তিত্ব মসদই যুব সমাজের অহংকার শহীদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টকে অন লাইন প্লাটফর্মে পরিচিত করার নেপথ্যে যার অনবদ্য অবদান শহীদ শেখ ফজলুর হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের চিফ কমেন্টেটর ও কো-অর্ডিনেটর সাজেদুর সাগর।
পরিবারের মেজো ছেলে সাগর ১৪ – অক্টোবর – ১৯৯৬ টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদইয়ের লস্কর পাড়ায় তার জন্ম। পিতা : সাইদুর রহমান লস্কর ও মাতা তাসলিমা আক্তারের ইচ্ছে ছিলো ছেলেকে মানবতার সেবায় সর্বদা নিয়োজিত করবে…
ক্রীড়া অনুরাগী বাবা সাইদূর রহমানের অনুপ্রেরণা নিয়ে সেই ছোট্ট সাগর নামের ছেলেটি বর্তমানে টাংগাইল সহ দেশের বিভিন্ন স্থানে খেলার ধারাভাষ্যকার ও উপস্থাপক সাজেদুর সাগর নামে সকালের নিকট সমাদৃত ভাবে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের এম. বি. এ. অধ্যয়নরত ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। সাগরের ইচ্ছে একজন সফল ক্রীড়া উদ্যোক্তা হিসাবে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ভদ্র, বিনয়ী ও সামাজিক কর্মকান্ডে লিপ্ত করে দেশ ও দশের কল্যাণে কাজ করা।
পাশা -পাশি নিজের প্রতিভার স্ফূরণ ঘটিয়ে জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ও উপস্থাপক হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। সদ্য চলমান মসদই মিনি বিশ্বকাপ নামে পরিচিত শহীদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ তার নিরশ পরিশ্রমে সারা বাংলাদেশে এ-ই খেলার সুনাম রয়েছে।