মনিরুজ্জামান সোহান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট থেকে গত ৪ দিনে ৪ শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। হারিয়ে যাওয়া শিশুদের বয়স ৮ থেকে
১২ বছরের মধ্যে। হারিয়ে যাওয়া শিশুর বিষয়ে তাদের অভিভাবকরা থানায় ডায়রী করে করেছেন কিন্তু শিশু উদ্ধারে প্রশাসনিক কোন তৎপরতা দেখা যায়নি। ঘন ঘন শিশু নিখোঁজের ঘটনায় পুরো উপজেলায় আতংক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান আলোচনা-সমালোচনা রয়েছে। থানার দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, নিখোঁজের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
গত ২২ অক্টোবর চুনারুঘাট পৌর শহরে অবস্থিত বাসা থেকে বের হলে লিজা আক্তার নামের এক শিশু নিখোজ হয়। লিজা আমকান্দি গ্রামের কবির মিয়ার মেয়ে। সে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শেনীর ছাত্রী। এ নিয়ে ২৬ অক্টোবর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। গত বুধবার ৫ নং শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে আল আমিন নিখোঁজ হয়। সে পাইকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। একই দিনে দেওরগাছ গ্রামের ফরিদ মিয়ার পুত্র তানভীর (৮) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়। এদিকে ১নং গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রাম থেকে ১০/১২ বছরের স্রিতি শক্তি হারা এক শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসি।সে একেক বার একেক নাম ঠিকানা বলছে।
এলাকাবাসিরা বলেন, এর আগেও অনেক শিশু চুনারুঘাট থেকে নিখোঁজ হয়েছে। ২/৩ মাস পর কোন কোন শিশু অসুস্থ অবস্থায় বাড়ি ফিরেছে। অনেক নিখোঁজ হওয়া শিশুর কোন সন্ধানই মেলেনি। প্রতিনিয়ত শিশু নিখোজের ঘটনায় উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ জানান, পুলিশের একাধিক সোর্স এ নিয়ে তদন্ত করছে।উপজেলার বাসিন্দারা অনেক আশা বাদি খুব তারাতাড়ি এর একটা সমাধান করা হবে।