পঞ্চগড় প্রতিনিধিঃ
৬ নভেম্বর, বুধবার বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা গোলচত্বরে মুসলমানের অধিকার কায়েম সচেতন ছাত্র জনতা ব্যানারে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন সাম্রাজ্যবাদী শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বক্তারা দাবি করেন, এই কমিশন মানবাধিকারের নামে বিভিন্ন দেশে সমকামিতা ও নাস্তিকতার মত মতবাদ প্রচার করছে এবং এসব মতবাদ সাম্রাজ্যবাদের ভিত্তি শক্তিশালী করছে। বক্তারা আরো উল্লেখ করেন, জনগণের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সাম্রাজ্যবাদীদের হাতে বিক্রি করার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বিদেশি প্রভাবের সামনে দেশের স্বার্থ বিক্রির অধিকার তাদের নেই।
বক্তারা আরও দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং এই সিদ্ধান্তের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
এসময় আরও ১৪ দফা দাবি উত্থাপন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, রুবেল ইসলাম, জাকির হোসাইনসহ অনেকে।
Comments are closed.
সাহসী পদক্ষেপ!