মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের( আংশিক) শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন’র সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন গনি মিয়া বাবুল, সহ সভাপতি মোঃ আলমগীর গনি, এড. লুৎফর রাশীদ রানা, সহ সভাপতি মোঃ শাহ আলম স্বপন, মুক্তিযোদ্ধা এড.মুন্জুরুল হক, রফিকুল আলম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, এড. ব ম শামীম, সহকারী মহাসচিব এড. চমন এলাহী, মাসুদ আলম সাগর, এস এইচ তরিকুল ইসলাম, সাংগঠনিক সচিব মোঃ আনিছুর রহমান প্রধান, নাজির হোসেন, আব্দুল খালেক নান্নু,হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ।
সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন’ বলেন। দীর্ঘ ৪২ বছর ধরে সাংবাদিকদের অধিকার আদায় লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সুনামির শহীদ কাজ করে যাচ্ছে।