রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্সকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ বার পঠিত

 

এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার স্থানীয় নয়াহালট গ্রামের অন্তর গং নামে কতিপয় বখাটে কর্তৃক, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সকে প্রাণনাশের হুমকি দেওয়ায়, ঐ স্টাফ নার্স কল্লোল চক্রবর্তী জীবনের নিরাপত্তা চেয়ে জামালগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি নং-৬৮৮, তাং-১৭/১২/২০২২ইং।
জিডির বিবরণে জানা যায়, বখাটে অন্তর গং দীর্ঘ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটস্থ মেহেরুন্নেছা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে আসছে। সম্প্রতি তারই আত্মীয় এক রোগি জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। ঘটনার দিন গত ১৭ডিসেম্বর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আনুমানিক বেলা দুপুর ১টার সময় রোগীর শরীরে স্যালাইন চলমান ছিল। ঐ সময় সিনিয়র স্টাফ নার্স কল্লোল চক্রবর্তী কর্তব্যরত ছিলেন। সে সময় বখাটে অন্তর এসে তার রোগির শরীর থেকে স্যালাইন খুলে নিতে স্টাফ নার্সকে নির্দেশ করে। কিন্তু স্টাফ নার্স কমপ্লেক্সে রোগির চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারের অনুমতি ছাড়া স্যালাইন খুলতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেরুন্নেছা ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী অন্তর এবং মেহেরুন্নেছা ফার্মেসি ও মেহেরুন্নেছা ডায়াগনস্টিক সেন্টারের মালিকের ভাগিনা হুমায়ুন নামক কতিপয় বখাটে দলবল নিয়ে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ঢুকে স্টাফ নার্স কল্লোল চক্রবর্তীর উপর চড়াও হয়। এবং মারমুখী অবস্থায় হাসপাতালের ভিতরে চিৎকার চেঁচামেচি উৎপাত শুরু করে। একপর্যায়ে হাসপাতালে উপস্থিত থাকা লোকজন তাদের নিবৃত্ত করেন। হামলাকারীরা তখন উচ্চস্বরে বলতে থাকে ডাক্তার-নার্সের নিয়মে নয়, বরং তাদের কথামতই জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চলবে বলে নার্সদের শাসায়। এক পর্যায়ে নার্স কল্লোল চক্রবর্তীকে তার মা-বাবা তুলে মালাউন বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়াও হাসপাতাল থেকে রাস্তায় বের হলেই স্টাফ নার্স কল্লোল চক্রবর্তীকে দেখে নেবে এবং হাত-পা ভেঙ্গে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়ে রাখে। নিরুপায় হয়ে ভীত-সন্ত্রস্থ স্টাফ নার্স তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতি অবগত করে জামালগঞ্জ থানায় জিডি করেন। এব্যাপারে জামালগঞ্জ থানায় অছি মীর মো. আব্দুন নাসের বলেন, জিডির বিষয়ে তদন্তের জন্য কোর্টের অনুমতি চেয়েছি। অনুমতি পাবার পর তদন্ত করে প্রতিবেদন পাঠানো হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।