এম এ মান্নান,বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বেসরকারী সংস্থা আশা’র উদ্যোগে তিন দিন ব্যাপী ফিডিওথেরাপী ক্যাম্প এর শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় জামালগঞ্জ উপজেলা সদরে আশা’র অফিসে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ আশা সংস্থার ব্র্যাঞ্চ ম্যানেজার আহমদ কবির, সহকারী ম্যানেজার নকুল কুমার দাস এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা’ এনজিও সংস্থার রিজিওনাল ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহ জাহান, চিকিৎসক আশীষ দেবনাথ, সেবিকা সৌরভী আক্তার, তাহমিনা আক্তার, জামালগঞ্জ উপজেলা এনজিও কমিটির সভাপতি সাইফ উল্লাহ, উপকার ভোগি আম্বিয়া আক্তার, আনসার ভিডিপি সাবেক অফিসার আবুল হাসেম প্রমুখ। আশা’ এনজিও সংস্থার রিজিওনাল ম্যানেজার কাজী বোরহান উদ্দিন বলেন, আশা এনজিও সংস্থাটি ক্ষুদ্র ঋণ যেমন- প্রাথমিক ঋণ, সপ্তাহিক ঋণ, মাসিক ঋণ, বিশেষ ঋণ প্রদান করে আসছে, পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিন দিন ব্যাপী চিকিৎসা প্রদান করা হবে এতে শিশুর যত্ন, প্রসূতি মায়ের যত্ন, গর্ভবর্তী মায়ের যত্ন সহকারে ফিজিওথেরাপী প্রদান করা হবে। সকাল ৯ হতে বিকাল ৫ টা পর্যন্ত চিকিৎসা চলমান থাকবে বলে তিনি জানান।