এম এ মান্নান,বিশেষ প্রতিনিধি:
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তরুণ নেতৃত্বে বিকাশ উপলক্ষে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের পর সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় প্রশিক্ষণ সমাপনীর পর সনদ পত্র বিতরণ করা হয়। আয়োজনে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ, সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। উপস্থিত ছিলেন প্রশিক্ষক, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সুখময় পাল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট অঞ্চলের হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা, ইয়ুথ মোবিলাইজেশন অফিসার দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আবু সাইদ, দুনিতী প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও পিএফজির সদস্য অঞ্জন পুরকায়স্থ, সদস্য মো: আতিকুর রহমান তন্ময় প্রমুখ। এতে অংশ গ্রহণ করেন, ছাত্রলীগ, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ।
অংশগ্রহণকারী ছাত্রলীগের জোনায়েদ, জহিরুল, হাসান, জয় তালুকদার, তামান্না আক্তার, শারমিন আক্তার, ছাত্রদলের জসিম উদ্দিন, সাইদিল মুরসালিন, রহিম বাদশা, সজল মাহমুদ, মাহমুদা আক্তার,শারমিন, শিক্ষার্থী মোফাচ্ছিরা বন্থি, পলি চক্রবর্তী প্রমুখ। অতিথি বৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।