মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলা পরিষদের জননন্দিত
চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পীর আয়োজনে ঐতিহ্যবাহী বাঁশের দাহ বিলের ভাসমান পানির উপরে অসাধারণ শৈল্পিক ভাবনার বহিঃপ্রকাশ হৃদয়ে রাজারহাট প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ পুনর্মিলনী-২০২৩ মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে স্মার্ট রাজারহাট উপজেলা বিনির্মাণে
শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আপময় রাজারহাট উপজেলার সর্ব স্তরের জনসাধারনকে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে এতো সুন্দর একটি মনোমুগ্ধকর আয়োজন করেন।
ঢাকা ও রংপুর থেকে আগত নামি-দামি শিল্পীদের অসাধারণ পরিবেশনায় টানা রাত ১.৩০ মিনিট পর্যন্ত চলতে থাকে অনুষ্ঠান। অত্র উপজেলার কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অধ্যক্ষ আসিফ ইকবাল সোহরাওয়ার্দী রাজন, রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান, ওসি তদন্ত, ডিবি ওসি কুড়িগ্রাম, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজারহাট প্রেসক্লাব, মোঃ শফিকুল ইসলাম, জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।