সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধিঃ
জিএমপি পূবাইল থানায় কর্মরত এসআই শওকত এমরান, এসআই নাসির উদ্দিন, এএসআই হাফিজুর রহমান-১, এএসআই জহিরুল ইসলাম ও তাদের সঙ্গীয় ফোর্সসহ ২৭জুন
বৃহস্পতিবার
পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড বসুগাঁও এলাকা হতে মোকাদ্দমা নং-১৮৯৯/২২ ও সিআর-১৩৯/২২ এর সাজাভুক্ত ১জন নারী আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলা পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড বসুগাঁও এলাকার সেকান্দর আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৮)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, আসামী
ফাতেমা বেগম (৩৮) কে পূবাইল থানাধীন বসুগাঁও এলাকা হতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।