বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোল টেবিল বৈঠক সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন  কালিগঞ্জে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  কালিগঞ্জ প্রেসক্লাবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” জানিয়েছেন মজিবুর রহমান দেওয়ান কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে  বকশীগঞ্জের মুনীরা বেগম জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১)

জুতা খুলে প্রবেশ করতে হয় ইউনিয়ন পরিষদে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১০৩ বার পঠিত

মো রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধিঃ

আজ সকাল এগারোটা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ২নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে আছেন বড় রায়পাড়া গ্রামের সালামত সরকার নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি তবে ইউনিয়ন পরিষদের ভেতরে ঢুকছেন না তিনি। কাছে গিয়ে কারণ জানতে চাইলে তিনি জানান জন্ম নিবন্ধন সংশোধন বিষয়ক খবর নিতে তিনি ইউনিয়ন পরিষদে এসেছিলেন। তবে পায়ের জুতা খুলে সিঁড়ির নিচে রেখে ইউনিয়ন পরিষদের ভেতরে প্রবেশ করতে হবে। বিষয়টি তার ভালো লাগেনি সেজন্য ভেতরে প্রবেশ না করে বাইরে দাঁড়িয়ে আছেন।

দেখা গেলো ইউনিয়ন পরিষদ ভবনের সিঁড়িতে বসে আছেন সালমা আক্তার, রেনু বেগম সহ কয়েকজন মহিলা। বিভিন্ন কাজ নিয়ে ইউনিয়ন পরিষদ এসেছেন তারা তবে তাদের কারো পায়ে জুতা নেই। কারণ জানতে চাইলে তারা বলেন জুতা নিয়ে এই ইউনিয়ন পরিষদে প্রবেশ করা যায় না সেজন্য জুতা মাটিতে রেখে উপরে উঠেছেন তারা। আগে এমনটি ছিল না তবে গত কিছুদিন ধরে নতুন নিয়ম চালু হয়েছে,জুতা খুলে ইউনিয়ন পরিষদ ভবনে প্রবেশ করতে হবে।

স্থানীয় বাসিন্দা মোফাজ্জল মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ মসজিদ নয় যে পাক-পবিত্র হয়ে সেখানে প্রবেশ করতে হবে। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আসবে-যাবে তাদের পায়ে জুতা থাকবে, থাকবে না এটাই তো নিয়ম। জুতা পায়ে দিয়ে আসতে হবে এবং সেটা খুলে ইউনিয়ন পরিষদ ভবনে প্রবেশ করতে হবে এমন নিয়ম বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদে আছে বলে আমার জানা নাই।

বিষয়টি সম্পর্কে জানতে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলের মুঠোফোনে অসংখ্য বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আহম্মেদ আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিছুদিন আগে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। এতে করে সেবা প্রত্যাশীদের কোন সমস্যা হচ্ছে বলে আমি মনে করি না।

নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এমনিতেই বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচিত ইউনিয়নটির চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল।এর মধ্যে গত ২৩ মার্চ ইউপি সদস্যদের সাথে দুর্ব্যবহার, অনিয়ম, ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা দেয় ইউনিয়নটির ১১জন ইউপি সদস্য।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এরকম কোন ঘটনা আমার জানা নেই তবে একজন ইউনিয়ন চেয়ারম্যান কখনোই এ ধরনের বিধি নিষেধ আরোপ করতে পারেন না। বিষয়টি আমি খতিয়ে দেখব আর চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থার বিষয়ে তদন্ত চলছে। গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলামকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি দ্রুতই প্রতিবেদন পেশ করবেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।