বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

জোরপূর্বক জমি দখল করতে একই পরিবারের ৫ জনকে জখম

আলী আজীম, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়নের বোর্ডের ৭৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করতে প্রকৃত লিজ গ্রহনকারী পরিবারের ৫ সদস্যকে বেধরক মারধর করেছেন প্রতিপক্ষরা। প্রতিপক্ষের মারধরে আহত একই পরিবারের ৫ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবারও মারধরের শঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের অন্য সদস্যরা। বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শরণখোলা উপজেলার পূর্ব রাজৈর গ্রামের কারী আব্দুল হামিদের মেয়ে মনিয়ারা আক্তার।

তিনি বলেন, দীর্ঘ ২০ বছর যাবৎ শরণখোলা উপজেলার আমরাগাছিয়া মৌজায় পানি উন্নয়ন বোর্ডের ৭৫ শতক জমি লিজ নিয়ে মাছ চাষ করছেন তারা। এই মৎস্য ঘেরের মাছ বিক্রি করে তাদের সংসার চলে। দুই মাস আগে স্থানীয় প্রভাবশালী আবু গাজি ও স্থানীয় ওয়ার্ড আয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল গাজী তাকে ঘের থেকে সরে যাওয়ার হুমকি ধামকি দেয়। এর ধারাবাহিকতায় হুমকি দেওয়ার কিছু দিন পর আবু গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল এসে তাদের ঘেরের নেট-পাটা তুলে ফেলে, তার ঘেরের মাছ নষ্ট করার চেষ্টা চালায়। বাঁধা দিলে গালিগালাজ করে চলে যায়। এক পর্যায়ে গেল শুক্রবার সকালে আবু গাজী ও রাসেল গাজীর নেতৃত্বে নূরু গাজি, সাইফুল গাজি , রিয়াদুল ইসলাম, রাজু গাজি , নাহিদ গাজি ,ডালিম গাজি , সেবাহান খা, রাসেল গাজি, মজিবার ফরাজি, নেয়ামুলসহ ২৫-৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ঘের ছেড়ে দিতে বলে। জোর করে জমি দখল করবে নাকি এটা বললেই, রাসেলগাজী ও তার লোকজন মনিয়ারা আক্তারের বাবাসহ পরিবারের সকলকে এলোপাথারি মারধর শুরু করে। লাঠি দিয়ে পিটানোর পাশাপাশি ধারালো দা ও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।

তাদের হামলায়, মনিয়ারার বাবা কারী আব্দুল হামিদ, বড় বোন হামিদা বেগম, ছোট বোন নাছিমা আক্তার, মা রহিমা বেগম, ভাবি লিপি বেগ ও লিমা বেগম গুরুত্বর আহত হয়। মারপিটের পরে হাসপাতালে যেতেও বাঁধা দেয় হামলাকারীরা। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আমাদের হাসপাতালে যেতে সহযোগিতা করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় আহতদের মধ্যে বাবা কারী আব্দুল হামিদ, বড় বোন হামিদা বেগম, ছোট বোন নাছিমা আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মারধর করার সময় ওরা আমার ও আমার বোনের গলায় থাকা দুটি স্বর্নের চেইন ছিড়ে নিয়ে যায়।

মনিয়ারা আক্তার আরও বলেন, এঘটনা শরণখোলা থানায় জানালেও কোন প্রতিকার পাইনি। পরে আদালতে মামলা দায়ের করেছি। রাসেল গাজী ও তার লোকজন এখনও আমাদের মারধরের হুমকি দিচ্ছে। জমি না ছাড়লে মেরে ফেলবে। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীণতায় ভুগছি। আমরা এই হামলাকারীদের বিচার চাই।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রাসেল গাজী বলেন, মারধরের সময় আমার দুই ভাইও আহত হয়েছে। মূলত আমাদের জমি তারা উল্টো দখল করে খেতে চায়। এজন্যই মনিয়ারা আক্তার ও তাদের লোকজনের সাথে জমি নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা মূলত সুষ্ঠ সমাধান চাই।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।