সুশিক্ষার পাশাপাশি একটি উন্নত জাতি গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই- এই স্লোগানকে ধারণ করে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে যাত্রা শুরু করল ‘আনিসা স্পোর্টস একাডেমি’।
গতকাল শুক্রবার সন্ধায় আড়িয়ল বাজারে একাডেমির অফিস কক্ষ উদ্বোধন করেন আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আঃ কাদির হাওলাদার।
ক্বোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনায় জমকালো এ আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ দিদার হাওলাদার।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আনিসা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ দিদার হাওলাদার বলেন সব ধরনের খেলাধুলার সুযোগ নিয়ে আনিসা স্পোর্টস একাডেমির যেকোনো ক্রিড়াপ্রেমিই সদস্য হতে পারবে। তিনি আরও জানান ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা করবে “আনিসা স্পোর্টস একাডেমি”।