মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রবি বার সকাল ১১ঃ৩০ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি সচিব জনাব আব্দুল মালেক ৯৬,৬,৯১৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
যশলং ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ইসমাইল খাঁন সভাপতিত্বে ও ইউপি সচিব জনাব মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় উন্মুক্ত বাজেটে
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , যশলং ইউনিয়নের উপ -হিসাব সহকারি কাম কন্পপিটার অপারেটার হাছিনা আক্তার ১নং ওয়ার্ডের সদস্য আবুছালাম শেখ,২নং ওয়ার্ডের সদস্য রুপচান মাদবর,৩নং ওয়ার্ডের মোঃশেখ সাদি ৪নং ওয়ার্ডের সদস্য আমির হোসেন ,৫নেংওয়ার্ডের সদস্য মোঃজনি , ৬নং ওয়ার্ডের সদস্য মোঃইব্রাহীম ,৮নংওয়ার্ডের সদস্য শেখ সিরাজুল ইসলাম শেখ ,৯নংওয়ার্ডের সদস্য মোঃনুরুল আমিন মাদবর ,সংরক্ষিত মহিলা সদস্য ১,২,৩ ওয়াডের সদ্য মুক্তা বেগম,৪,৫,৬ নংওয়ার্ডের সদস্য আয়শা বেগম ,৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্য আফরোজা আক্তার পাপিয়া ,ট্যাকস কালেকটার মোঃকামাল হোসেন ,বায়হাল সরকারী প্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতান ,হাটকান সরকারী প্রাঃবিদ্যাললের প্রধান শিক্ষক আঃহক ,হাফেজ জোবেদা সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআলী হোসেন মিয়া ,
জয়নাল শেখ, রুহুল আমিন ছোট কেওয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়
যশলং ইউনিয়নের উপ হিসাব সহকারি কাম কন্পপিটার অপারেটার হাছিনা আক্তার,যশলং ইউনিয়ন উদ্যোক্তা সনজিত দেবনাথ ,যশলং ইউনিয়ন অস্হায়ী উদ্যোক্তা সাইফুল রহমান সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।