শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রারেরর কার্যালয় থেকে সরকারী নথি চুরি: ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ ৫ জন গ্রেপ্তার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে রিজভী  মুন্সীগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের ৮ সদস্য অভিযানে গ্রেপ্তার মুন্সীগঞ্জে পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা প্যারেড অনুষ্ঠিত। মোল্লাহাট উপজেলা শাখার তৃণমূল সম্মেলন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হাটহাজারীতে ২২ হাজার ৮২৮ জনকে বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন দিবে সরকার মোল্লাহাটে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত পাটকেলঘাটায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী ১কেজি গাঁজা সহ গ্রেফতার

টানা ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পরা ভিড়

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েক গুণ।শারদীয় দুর্গাপূজা,ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটিতে সৈকতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে নেমেছেন হাজারো পর্যটক।

হোটেলে রুম খালি না থাকায় পর্যটকদের আবাসন সুবিধা দিতে হিমশিম খাচ্ছেন হোটেল-মোটেল মালিকরা।এদিকে পর্যটকরা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছেন বলেও জানা গেছে।

ভ্রমণে এবার এক সঙ্গে তিনটি ছুটি যোগ হয়েছে।এর মধ্যে শারদীয় দুর্গাপূজা,মিলাদুন্নবীর ছুটি,শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি।আর এই ছুটিতে ভ্রমণ পিপাসুরা এবার ভিড় করেছেন কুয়াকাটায়।প্রচুর পর্যটক এসেছে এবার।থাকার জায়গা না পেয়ে অনেক পর্যটক আশপাশের বাসায় রাত্রীযাপন করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন,৮০ ভাগ হোটেলের রুম আগাম বুকিং হয়ে গেছে।প্রতি বছরের বিশেষ বিশেষ দিন গুলোতে কুয়াকাটায় পর্যটকদের বাড়তি উপস্থিতি দেখা যেত।কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিন গুলোতে কুয়াকাটায় পর্যটকের ভিড় একটু বেশি দেখা যায়।

সরেজমিনে সৈকতে কথা হয় ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা সালমা বেগম নামে এক পর্যটকের।তিনি বলেন,পরিবারসহ এই বন্ধে বেড়াতে এসেছি।এর আগে কুয়াকাটায় আসতে ফেরিতে ভোগান্তি পোহাতে হতো। তবে এবার অল্প সময়ে বাসে করে কুয়াকাটায় পৌঁছেছি।খুব ভালো লাগছে।

আরেক পর্যটক জাবের হোসাইন বলেন,আগের চেয়ে কুয়াকাটায় এখন অনেক পর্যটক আসে।খুব ভালো লাগছে।আমরা ঢাকা থেকে এসেছি। তবে হোটেল রেস্তোরাঁ গুলোতে দাম অনেক বেশি।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন,পূজাসহ বিভিন্ন সরকারি ছুটির বন্ধ উপলক্ষে পাঁচ থেকে ছয় দিন কুয়াকাটা হোটেলে ৯০ ভাগ বুকিং হয়ে গেছে। আশা করছি সকল বন্ধের সময়েই এ রকম পর্যটকদের আনাগোনা থাকবে কুয়াকাটাতে।

ছুটিতে আসা পর্যটকদের নিরাপত্তায় পুলিশের কয়েকটি দল প্রস্তুত রয়েছে জানিয়ে কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, সবার নিরাপত্তা দিতে আমরা তৎপর রয়েছি। সাগরের পানিতে গোসল করতে নেমে কেউ যাতে দুর্ঘটনার শিকার না হন,এজন্য তাদের সতর্ক করতে পর্যটন পুলিশের আলাদা দল তৎপর রয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।