এইচ মনছুর আলম,টেকনাফ থেকেঃ
গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক, টেকনাফ পৌর শ্রমিক লীগের আহবায়ক জিয়াউর রহমানসহ টেকনাফ উপজেলা ছাত্রলীগের আওতাধীন ওয়ার্ড, ইউনিয়ন, স্কুল, কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।
সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর।