এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট নদী বন্দর পরিদর্শন করেন- বাংলাদেশ বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমুডোর গোলাম সাদেক।আজ মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার পাটাবুকা গ্রামের তীর সংলগ্ন পাটলাই নদীর নৌজট, বাগলীর শুল্ক ষ্টেশনের ছড়া মুখ, চারাগাও শুল্ক ষ্টেশনের বৈঠাকালী, বারেক টিলা, যাদুকাটা নদী সহ ট্যাকেরঘাট বন্দর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে , ট্যাকেরঘাট বাংলোতে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ প্রধান প্রকৌশলী ড্রেজিং মোঃ রকিবুল ইসলাম তালুকদার, পরিচালক বন্দর মোঃ সাইফুল ইসলাম, পরিচালক নৌ সংরক্ষণ মোঃ শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন পাঠান সুনামগঞ্জের এসিসট্যান্ট ডাইরেক্টর সব্রত রায় পলাশ।
আরও উপস্থিত ছিলেন,
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর আবুল হোসেন খান, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, সাংবাদিক হেমাদ্রি শেখর মিটু, সমাজ সেবক জুয়েল মিয়াসহ বিআইডব্লিউটিএ কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমুডোর গোলাম সাদেক বলেন, কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অতিরিক্ত টোল আদায় করা যাবে না। প্রয়োজনে আমাদের ফোন নাম্বারে কল করুন। সাথে সাথে তা প্রতিরোধ করা হবে।
টেকেরঘাটকে নদী বন্দর ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার । ২৫ই সেপ্টেম্বর ২০১৬ সালে। এর পূর্বে তাহিরপুর উপজেলায় কোনো নদী বন্দর এলাকা ছিল না।