সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
ডেঙ্গুর বিস্তার রোধে সাতক্ষীরায় মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উদ্বোধনকালে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সংরক্ষিত নারী কাউন্সিল নুর জাহান বেগম নূরী, রাবেয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানান, মাসব্যাপী এ অভিযানে সাতক্ষীরা পৌরসভার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংসসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে শহররবাসীকে সম্পৃক্ত করে এ কাজ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ অভিযান কার্যক্রম পরিচালিত হবে।