মোঃ জমির উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ
গত শনিবার তাং ২২/২০/২০২২তাংরিখে
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে প্রাণনাশের চেষ্টার অভিযেগে বাধন ( ২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ২ টি লম্বা ছুরি, ২টি হাতুর উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, ২২শে অক্টোবর শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তালা উপজেলার হরিহরনগর গ্রামে।
জানাযায়, শনিবার সাড়ে ১২টার দিকেখেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে চেয়ারম্যান লাল্টুর ইউনিয়ন পরিষদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ১৫/২০ দুর্বৃত্ত¡ তার উপর হামলা চালায়। এসময় চেয়ারম্যান লাল্টু ও তার ভাইপো মিলন (২৫) দুর্বৃত্ত¡দের হামলায় মারাত্বক আহত হয়েছে। মিলন বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে।
খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জানান, বিগত নির্বাচনে পরাজিত প্রার্থী রাজিব হোসেন রাজু বাহীনির সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দ্যেশে হামলা করেছে। এলাকার চিহ্নিত মাদক সেবীদের নিয়ে পারাজিত প্রার্থী রাজু আমাকে হত্যার পরিকল্পনা করছে। তারই জের ধরে আজ সন্ত্রাসী বিল্লাল গোলদার, মেথর মিলন, ছাব্বির হোসেন সাথী, ইমন গোলদার, কালাম মোড়ল, আসলাম গোলদার, মামুন সরদার, প্রিন্স গোলদার,বাধন গোলদার , কায়েস সহ ১৫/২০ জন সন্ত্রাসী আমাকে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছে।