মোঃ জমির উদ্দিন,ভ্রাম্যমাণ প্রতিনিধি, তালা সাতক্ষীরাঃ
তালা মাগুরা ইউনিয়নে বালিয়াদহা গ্রামে প্রতিপক্ষের লোকজন অসহায় আঞ্জুয়ারা বেগম নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিচে উল্লেখিত জমির উপর প্রতিপক্ষের লোকজন পাকা টয়লেট ভাঙ্গচুর ও বড় বড় গাছ কর্তন করে। দখলে বাধাঁ দেওয়ায় আঞ্জুয়ারাকে প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত রবিবার সকালে তালা উপজেলার বালিয়াদহা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম পক্ষ আঞ্জয়ারা বেগম স্বামী: মানিক মিয়া গাজী জানান, গত রবিবার সকালে আমার তপশীল সম্পত্তি সাতক্ষীরা জেলা তালা থানা, মৌজা – বালিয়াদহা গ্রামে এস, এ খতিয়ান নং ২৪ সাবেক দাগের নং ১৭১; জমির পরিমান .৯৩ শতক। যাহা বর্তমান ডি, পি খতিয়ান নং ৫১২ নতুন দাগ নং ২১৫ জমি .১৮ শতকের মধ্যে .১৫ শতক দাবিকৃত সম্পত্তি হইতেছে। যার উত্তরে মমতাজ বেগম দক্ষিণের সরকারি পাকা রাস্তা, পূর্বে আনসার গাজি, পশ্চিমে আমি প্রথম পক্ষ নিজেই; দীর্ঘদিন ধরে ভোগদখল করে শন্তিপূর্ণভাবে বসবাস করছি। দুই নং পক্ষ একই এলাকার সোহরব সরদার পিতা মৃত দবির উদ্দীন, সেলিম সরদার পিতা সোহরব সরদার, ইস্তিয়াক সরদার, সর্ব পিং সেলিম সরদার, আতিয়ার গোলদার (গ্রাম পুলিশ), মোস্ত গোলদার, সর্ব পিং বজলু গোলদার, সুহান গোলদার পিতা মতি গোলদার – সং বালিয়াদহা থানা তালা, আবুল শেখ, মালেক শেখ, রশিদ শেখ সর্ব পিং মৃত তাজল শেখ সর্ব সং শিয়াল ডাঙ্গা থানা পাটকেলঘাটা। এছাড়া আরো ১০-১২ জন অজ্ঞাত জমি দখলের চেষ্টা চালানোর সময় আমি বাধাঁ দেওয়ায়, প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, লোহার রড, লাঠি দ্বারা মারতে ও অকত্য ভাষায় গালাগালিসহ হত্যার হুমকি দেয়। এসময় আামার ডাক চিৎকারে আশেপাশের লোকজন মানিক মিয়া, আনার শেখ, সুমন গাজী, লাভলু শেখসহ আরো অনেকে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন দ্রæত স্থান ত্যাগ করে।
আঞ্জুয়ারা বেগম আরো বলেন উল্লেখিত জমির উপরে বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিঃ আদালত সাতক্ষীরা ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারা মতে প্রতিকারের প্রার্থনা চলমান থাকা অবস্থা উপেক্ষা করে প্রতিপক্ষ জমির উপরে তান্ডব চালায়।
এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানকে ফোন দিয়ে পাওয়া যায়নি, তবে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।