শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে,অবৈধভাবে বালু উত্তোলনের দায় ৫জন কে সাত দিনের কারাদণ্ড ও তিন জনকে একলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(১৬জুলাই) গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার যাদুকাটা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায় পাঁচজন কে আটক করা হয় এবং অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের সময় নৌকাসহ আর তিন জন মাঝি কে আটক করে।এর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায় ৫জন কে সাত দিনের কারাদণ্ড ও অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের সময় নৌকাসহ আটককৃত তিন মাঝিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা সহকারি কমিশনার আসাদুজ্জামান রনি।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সুন্নত আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), একই গ্রামের খলিল মিয়ার ছেলে সুমন মিয়া(২৫), সাবাস আলীর ছেলে বাশার মিয়া (৩৫), ইব্রাহিম মিয়ার ছেলে আল আমিন (৩১), আওয়াল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪)। অপর দিকে অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হল একই এলাকার সাহাবুদ্দিন, লিচু মিয়া ও আলফু মিয়া।
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন,উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায় পাঁচজন কে ৭দিনের কারাদণ্ড ও তিনজন কে একলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।