এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধীনস্থ বিওপির টহল দল, বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় অবৈধ মালামালসহ ১টি মটর সাইকেল আটক করেছে বিজিবির জোয়ান।
৬ জানুয়ারি শুক্রবার সকাল ৬ টার সময় টেকেরঘাট বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ১০০ কেজি ভারতীয় কয়লা এবং মটর সাইকেল আটক করে।
অপর দিকে ৫ জানুয়ারি লাউরগড় বিওপির টহল ভিন্ন ভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে, সীমান্ত পিলার ১২০৩/১০-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের দশঘর ও সায়দাবাদ নামক স্থান হতে ১১,০০০ পিস ভারতীয় সুপারী,১১১,বোতল ভারতীয় মদ,২০,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে।
অন্য দিকে ৫ জানুয়ারি বৃহস্পতিবার শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের সময় চারাগাঁও বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ৯০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক : মোঃ মাহবুবুর রহমান, এর সততা নিশ্চিত করে বলেন,আটককৃত ভারতীয় মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কয়লা, সুপারী, বিড়ি এবং মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।