সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক

তাহিরপুরে আনুষ্ঠানিক ভাবে চালু হলো বর্ডার হাট

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

তাহিরপুর সংবাদদাতাঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে আরেকটি বর্ডার হাট আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয় রাজ্যের নালিকাটা নামক স্থানে এ বর্ডার হাটটির উদ্বোধন হয়েছে। এ নিয়ে জেলায় তিনটি বর্ডার হাট চালু হলো।

এ উপলক্ষে সকাল থেকে তাহিরপুর সীমান্তে দু’দেশের মানুষের মধ্যে ব্যপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বুধবার (২৪ মে) দুপুর সাড়ে বারোটায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও ভারতের মেঘালয় সাউথ খাসি হিলস এমএলএ পিয়ূস মারওয়ান অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে এ বর্ডার হাট কার্যক্রমের উদ্বেধন করেন।

উদ্বোধনের পর পরই দু’দেশের ব্যবসায়ীরা নির্ধারিত পণ্য নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন। এবং দু’দেশের মুদ্রায় শুরু বেচাকেনা কার্যক্রম। হাটের প্রথম দিনে উৎসুক মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বর্ডার হাটটি বসবে। বর্ডার হাটে প্রাথমকিভাবে উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান বসবে। ব্যবসায়ীরা পূর্ব নির্ধারিত ২৫টি পণ্য বিক্রি করতে পারবেন এবং একজন ক্রেতা সর্বোচ্চ দুইশত মার্কিন ডলারের (২১ হাজার পাঁচশত টাকা) পণ্যসামগ্রী কিনতে পারবেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-সুনামগঞ্জ (সংরক্ষিত) মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, জেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমূখ। এসময় জনপ্রতিনিধি, উভয় দেশের প্রশাসনের কর্মকর্তা ও বর্ড়ার হাট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তাহিরপুর সীমান্তে দু’দেশের এডিএম পর্যায়ে এক যৌথসভায় আগামি ২৪ মে বর্ডার হাটটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।