এস,এ,আখঞ্জী, তাহিরপুরঃ-
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার সময় তাহিরপুর থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বেড় করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, থানা চত্বরে গিয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (তাহিরপুর -জামালগঞ্জ) থানার দায়িত্ব প্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, বাদাঘাট সরকারি কলেজ এর অধ্যক্ষ জুনাব আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি হাজাঙ্গীর আলম, আজকের প্রত্রিকার উপজেলা প্রতিনিধি রাজন চন্দ্র, সাংবাদিক আবুল কাশেমসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রমুখ।
কমিউনিটি পুলিশিং ডে( ২০২২) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন, ও পরিচালনায় এস আই নাজমুল হক।