এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ক্লিনিক( UH&FWC) সেবাদান কার্যক্রম মাঠ পযার্য়ের জাতীয় পুষ্টিসেবা(এনএনএস) পরিশর্দন করেন- বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন।
আজ ( ১৬ অক্টোবর) রবিবার সকাল ১১টার সময় উপজেলার কামারকান্দি ও ট্যাকেরঘাট
কমিউনিটি ক্লিনিকের জাতীয় পুষ্টিসেবার মান পরিদর্শন করেন তিনি।
এসময় সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ জাফরুল হোসেন, সহকারী পরিচালক ডাঃ মোঃ বদিউজ্জামাল সহকারী পরিচালক ডাঃ রওশন জাহান আক্তার আলো, জাতীয় পুষ্টিসেবা এর ডেপুটি প্রোগ্রামার ম্যানেজার ডাঃ নন্দলাল সূত্রধর।
এছাড়াও উপস্থিতি ছিলেন, আজমিরীগঞ্জ, জগন্নাথপুর, শান্তিগঞ্জ,ছাতক, বিয়ানীবাজার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাগন, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ মধুসূদন ধর,ডাঃ জসিম উদ্দিন শরিফ, ডাঃ রাজীব চক্রবর্তী ডাঃ দেলোয়ার হোসেন।
এ ব্যাপারে, তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মির্জা রিয়াদ হাসান বলেন, আমরা জাতীয় পুষ্টি সেবা মাঠ পযার্য়ের জন দুগোরায় পৌঁছে দিয়েছি, যার ফলে, ‘স্যার’ ধ্যনবাদ জানিয়েছেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সবাইকে, এরপর তিনি, উপস্থিতি সবার উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ।