এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নদ-নদী, হাওর-বাওর,
বিল-ঝিল,ডোবা-খালে,বৈশাখ, জ্যেষ্ট, আষাঢ়ের নতুন পানিতে মিঠা পানির মা-মাছ গুলো,ডিমওপ্রজন্ম বিস্তার ঘটায়। -এ মাছ প্রজন্ম রক্ষায়, উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী ও পোনা মাছ নিধনকারী,প্লাস্টিকের ১হাজার ছাইঁ জব্দ করেছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে অটোরিকশা পরিবহন যোগে, উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করবে, এমন সংবাদ পেয়ে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, তাৎক্ষণিক সঙ্গীয় নিরাপত্তাকর্মী আনসার সদস্যগনকে নিয়ে
মৎস্য নিধনকারী ও পরিবেশ দূষণকারী সরঞ্জাম আটক করে, জন সম্মুখে ভস্মীভূত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ইউসুফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ প্রমুখ।
এ ব্যাপারে, উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, হাওরের পরিবেশ রক্ষার স্বার্থে, আসুন আমরা সবাই মিলে পরিবেশ দূষণকারী ও পোনামাছ নিধনকারী প্লাস্টিকের চাইঁ বর্জন করি ও তৈরি বন্ধ করি। জন স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।