এস এ আখঞ্জী,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ দোকানীকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ৯(ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার শ্রীপুর বাজারে, এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি।
এ অভিযানে, পণ্য মূল্য রোধ, মেয়াদ উত্তীর্ণ, মূল্য তালিকা তালিকা না থাকায়, ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৩৮,৫১,৫৩ ধারায় রব্বানীর রেস্তোরাঁ, মন্তর মোদির দোকান, সাদ্দামের মোদির দোকান, এ তিন দোকানীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে,তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, এলপি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে পায় সে লক্ষে বাজার পরিদর্শন করা হয়েছে। এবং তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।