তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার( ৮ডিসেম্ভর) দুপুর ১২ টার সময় তাহিরপুর উপজেলার সদর বাজারে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি নেতৃত্বে সঙ্গীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কার্যক্রম পরিচালনা করেন। এসময় ৫টি রেষ্টুরেন্টের খাবার দ্রব্য ও আচরণ বিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নিয়ম নীতির বাহিরে লক্ষণীয় হওয়ায়, ভোক্তা আইন , ২০০৯ অনুযায়ী ৫জন দোকানিকে ১৮হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি অভিযানের সততা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অভিযান চলমান থাকবে।