তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে, সীমান্ত ঘেঁষা এলাকা থেকে,১টি মোবাইল,১টি অন টেষ্ট মোটরসাইকেল, ২২৫পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে আটক করে থানা পুলিশ।
পুলিশ ও বিশ্বস্ত তথ্য সূত্রে জানা যায়, বুধবার (৪অক্টোবর)দিবাগত-রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট পুলিশ ক্যাপের আইসি এস,আই সজিব দেব রায় এর নেতৃত্বে, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত ঘেঁষা করই গড়া মাটির রাস্তার ব্রিজ নামক স্থান হতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। আটককৃত আসামির বডি তল্লাশী করে ২২৫পিছ ইয়াবা,১টি মোবাইল,১টি অন টেষ্ট মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃত আসামি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানি গাও গ্রামের মাহমুদ আলীর
ছেলে মোহাম্মদ হোসেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,এ সর্বনাশা মাদকের ছোবল থেকে, এ সমাজকে রক্ষায়, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো, যুব সমাজকে রক্ষায়।