বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎

তাহিরপুরে,বি-২৮,২৯ ধানে ব্লাস্ট রোগে আক্রান্ত” দিশেহারা কৃষক  

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পঠিত

এস এ আখঞ্জী,তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এবার বোর ধানের বাম্পার ফলন হলেও উপজেলার বিভিন্ন এলাকায় হাইব্রিড জাতের বি-২৮,২৯ ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়ে, সোনালী স্বপ্ন পুড়ে,দিশেহারা করে ফেলেছে কৃষকদের।এ রোগে আক্রান্ত হয়ে কৃষকের ফসল, ফলনে নষ্ট হবার উপক্রম। কৃষি বিভাগের পরামর্শে বালাই নাশক প্রয়োগ করেও কোন প্রকার প্রতিকার পাচ্ছে না কৃষক।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় হাওর অধ্যুষিত তাহিরপুর উপজেলায় চলতি বোর মৌসুমে ছোট-বড় ২৩ হাওরে,১৭হাজার ৪শত ২০ হেক্টর জমিতে বোরধানের চারা রোপন করা হয়েছে।

শনিবার (৮এপ্রিল) দুপুরে উপজেলার পালই হাওর,ফিংড়ার দাইড়, লতিফপুর, কাউকান্দি চক ও খাউজ্যাউরী হাওরসহ কয়েকটি হাওর ঘুরে দেখা গেছে, এই সমস্ত এলাকায় বি-২৮ ও বি-২৯ জাতের ধানে এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে।প্রত্যাশানুযায়ী ফলন না পাওয়ায় দুশ্চিতায় পড়েছে কৃষক।

উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামের ভূক্তভোগী কৃষক রিপসান হাবিব এর সঙ্গে কথা বলে জানা যায় আগে ধরছে পোকায় এখন ধরছে সাদা মাইস্কা ধান গাছের আগাটা ভাঙ্গিয়া হেলিয়া ফেলে, ধানের পাতা সহ ধানের রং সাদা থাকলেও  ভিতরে চাল নাই,ব্লাস্ট নামক এই রোগটি প্রায় দশ দিন ধরে এলাকার বি-২৮ ও বি-২৯ জাতের ধানে ছড়িয়েছে,। তিনি লতিফপুর হাওরে ২০ একর জমিতে বি-২৮ ও বি-২৯ সহ বিভিন্ন জাতের ধান চাষাবাদ করেছেন এর মধ্যে দুই একর বি-২৮ ও বি-২৯ জাতের ধানে এ রোগ আক্রমণ করায়  সোনালী ফসল নষ্ট হয়ে গেছে।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের কৃষক বকুল মিয়া জানান,, হাওরে বিআর-২৮ ও ২৯ ধান দুটিই করছি ধাপেধাপে কয়েকবার ঔষুধ দিছি কিন্তু কোন কাম হয় নাই।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা  বলেন,বোরো ধানের জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার ও দিনে গরম ও রাতে ঠান্ডা এবং শিশির ভেজা সকাল,গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ব্লাস্ট রোগ দেখা দেয়।তবে শুরুতেই এর প্রতিষেধক দিলে প্রতিরোধ করা যায়।ধানে রোগ বালাই ও পোকাদমন রোধে গনসচেতনে পরামর্শ দেওয়া হচ্ছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।