এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (ক্রীড়া সংগঠন) সর্ব মহলে যিনি উস্তাদ নামে সুপরিচিত, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম চৌধুরী আর নেই, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৫ই জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটের সময় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে রেখে গেছে , দুই ছেলে দুই মেয়ে, নাতি, নাতনিসহ অনেক আত্মীয় স্বজন।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,, ‘বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এরনতাহিরপুর উপজেলা শাখার
সভাপতি ওয়াহিদ খসরু চৌধুরী।
তিনি বলেন আজও আমরা আরেক সূর্য সন্তানকে হারালাম। আমার সংগঠনের পক্ষ থেকে, বিদেহী আত্মা শান্তি কামনা করি। ও শোকাহত পরিবার বর্গের প্রতি সহমর্মিতা জানাই।
মহান স্বাধীনতা সংগ্রামে, যাঁর ভূমিকা অতুলনীয় ছিল , সেই মহান বীর মুক্তিযোদ্ধা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন মধ্যে তাহিরপুর গ্রামের মৃত দরবার আলী’র সন্তান।
কর্মজীবনে তিনি,মাঠের গুরু,
সেচ্চা শ্রমে ফুটবল খেলা শেখাতে। দক্ষ খেলোয়াড় গড়তে সময় কাটাতেন। আর্থিক চাওয়া পাওয়ার উর্ধে থেকে, সুশৃঙ্খল সমাজ গড়তে কাজ করেছেন। যাঁর জন্য সবাই উস্তাদ সম্বোধন করতে। তিনি তার প্রাপ্য সম্মান পেয়েছেন। প্রতি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
আগামীকাল বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাষ্টীয় সম্মাননা নিয়ে
চিরনিদ্রায় শায়িত হবেন নিজ পিতৃভূমিতে।
জানাজায় অংশ গ্রহণের জন্য, ধর্মপ্রাণ ও
সকল দেশ প্রেমিকদেরকে দাওয়াত জানিয়েছেন, পরিবার বর্গ।