মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
আজ টাংগাইল জেলা মির্জাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতির কর্মসুচিতে মির্জাপুর উপজেলার
শাখার বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক চালক সমিতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মির্জাপুর বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষে মোঃ শরিফ তিনি বলেন আমরা মানবতার সেবায় এম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি তার বক্তব্যে তাদের দাবি
১,সেবা খাতে অ্যাম্বুলেন্স এর পাইভেট আয়কর বি আর টি এর এ আই টি চলবে না ২,অ্যাম্বুলেন্স এর নীতি মালা চাই
৩,টোল ফ্রি বাসবায়নচাই হাসপাতালে পার্কিংসুবিধা চাই।
৪,রুগী বহন করা অবস্থা দুত গ্যাস চাই।৫,সড়কে হয়রানি মুক্ত পথ চলতে আলাদা লেন চাই। টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার শাখার এম্বুলেন্স মালেক সমিতির পক্ষ থেকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল গেট থেকে সকল অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে একটি রোড সু ডাউন টি মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে হয়ে বাইপাস দিয়ে আবার পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশ করে।জনাব শরিফ বলেন এসব দাবি না মানা হলে আগামী ২৫/০৭/২০২৩ তারিখ থেকে সারা দেশে ধর্মঘট পালন করা হবে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন মেহেদী হাসান বাপ্পি, নুর নবী, নাছির ১, ছালাম, ডলার, নাছির ২,রকি,ফিরোজ, জাহাঙ্গীর, সাগর আহমেদ, প্রিন্স, সাব্বির, সমাবেশ শেষে তার শান্তিপূর্ণ মিছিল করে শেষ হয়।