সাদেকুল ইসলাম সুবেল,বিরল (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে ৯,জুলাই (রবিবার) সন্ধা ৭,টার দিকে বিরল পৌর সভার ৩,নম্বর ওয়ার্ড হুসনা (কুমারপাড়া) মহল্লায় একটি দুই মাথা ও চার চোখ বিশিষ্ট গাভীর বাছুর জন্ম হয়েছে।
স্বরজমীনে গিয়ে জানা গেছে, গাভীর মালিক
শ্রী- নবানু রায় ১ বছর আগে ৭০,হাজার টাকায় একটি উন্নত জাতের গাভী ক্রয় করেন৷
গাভী টি ক্রয়ের কিছু দিনের মধ্যেই গাভী হিট হলে স্থানীয় ভেটেনারী চিকিৎসকের মাধ্যমে গাভীটিকে বীজ প্রদান করলে গাভীটি গর্ভবতী হয়।
নবানু রায়ের স্ত্রী শ্রীমতী রিনা জানায়, রবিবার দুপুর থেকে গাভীকে দেখে বুঝতে পারি গাভীটি বাচ্চা প্রসব করবে দীর্ঘক্ষণ গাভীটি ছটফট করে কিন্তু কিছুতেই বাচ্চা প্রসব হচ্ছিলোনা পরে বাছুরের মাথার সামান্য অংশ বেড়িয়ে আসলে আমরা রশি মাধ্যমে অনেক কষ্টে আজ সন্ধা ৭,টায় বাচ্চা টি হয়৷
বাচ্চাটি কে ফিটারের মাধ্যমে দুধ খাওয়া হয়েছে, রিপোর্ট লিখা পর্যন্ত বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ্য ছিলো।
২, মাথা বিশিষ্ট বাছুর জন্মের খবরে স্থানীয় উৎসুক জনতার উপচে পড়া ভীড় শুরু হয়ে গেছে।
অনেক সাংবাদিক ও এসেছে বলে জানিয়েছেন।