আকাশ সাহাঃ ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে আজ ২১ই অক্টোবর ২০২৩ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার আব্দুল শিকদার ডাংগী চরভদ্রাসনে জামিয়া আরাবিয়া মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়
“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর ৯ম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়েছে।
বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে, সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। আজ নিজের রক্তের গ্রুপ নির্ণয়কারী শফিক ইসলাম বলেন, নিজের রক্তের গ্রুপ জানতে পেরে খুবই ভালো লাগছে। এইজন্য মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর চরভদ্রাসন উপজেলা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি।
ব্লাড গ্রুপ নির্ণয় করতে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:- মিরাজ হোসেন, নিয়াজুল চৌধুরী, মমি আক্তার সেতু (সোহা), লিটন বিশ্বাস,শাহরিয়ার আহমেদ, সালাউদ্দিন মৃধা, রাসেল হোসেন, আজরা সাজেদা
রাকিব আহমেদ সহ আরো অনেকে।
“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সম্মানিত সভাপতি মোঃ শাহরিয়ার আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম একটি জনকল্যাণমূলক প্রোগ্রামের আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। আমরা সবাইকে নিয়ে এরকম প্রোগ্রাম আরো আয়োজন করবো। চরভদ্রাসন উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন মৃধার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ইনশাল্লাহ আমরা চরভদ্রাসন উপজেলার প্রতিটি সুস্থ, সবল ও রক্তদানে উপযুক্ত মানুষকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলবো।