শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

দেবহাটা’র ইছামতী নদীতে লাশ, পকেটে মিলল ভারতীয় আধার কার্ড

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৪১ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

ভারত-বাংলাদেশ সীমান্তের দেবহাটা উপজেলাধীন ইছামতী নদী থেকে আহসান হাবীব (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে)
ইছামতী নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে এই মরদেহটি উদ্ধার হয়। মরদেহের পকেট থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
তাঁর পকেট থেকে পাওয়া আইডি কার্ড থেকে জানা গেছে তিনি ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক বলেন, ‘ইছামতী নদীতে ভাসমান একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেন। পরে দেবহাটা থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘লাশের পরনে ছিল কালো টি-শার্ট ও জিনস প্যান্ট, তাঁর গায়ের রং শ্যামলা। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)কে বার্তা পাঠানো হয়েছে। লাশ উদ্ধারকালে দেবহাটা থানা–পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।