শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা  ক্লাস চলাকালীন সময় শিক্ষিকার উপর হামলা বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা মধ্যনগরে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত  সাফ জয়ী তিন ফুটবলারকে সাতক্ষীরায় লাল গণসংবর্ধনা  সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন  চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়  নওগাঁ মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকার উপর হামলা 

দেশে এখন ১৭কোটি লোক কিন্তুু খাদ্যের অভাব নেই শ্রীনগরে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

 

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন,পাকিস্থানে একটি ডিমের ডাম ১২০ টাকা,চিনি ২২০ টাকা কেজি। পাকিস্থানের অর্থনীতিবিদরা বলছেন,সেখানকার অর্থনীতি ভেঙ্গে গেছে। পাকিস্থান শেষ,কাঠামো ভেঙ্গে পরেছে। অথচ খুনি জিয়ার সন্তান এখনো স্বপ্ন দেখছে বাংলাদেশকে পাকিস্থান বানাবে। প্রত্যেক দিন ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালানোর পথ পাবে না। অনেক আন্দোলন করেছেন,অগুনে পুড়িয়ে হত্যা করেছেন। দেশ এগিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছেন না।

দেশে এখন ১৭ কোটি মানুষ,কিন্তু খাদ্যে অভাব নেই। বিএনপি আমলে সারের দাম ছিল ৯০ টাকা কেজি। আমরা তা ২৫ টাকায় নিয়ে আসি। ধানের নতুন জাত উদ্ভাবন হয়েছে। এক বিঘা জমিতে এখন ৩৫ মণ ধান হয়। এগুলো কোন যাদু বলে হয় নাই। আল্লাহর রহমত,আল্লাহ ঢেলে দিয়েছেন।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, সুনামগঞ্জের হাওরে আগাম বন্যা থেকে ধান রক্ষার জন্য সরকার ৪৫০ টি কমবাইন্ড হারভেস্টার দিয়েছে। একটি হারভেস্টারের দাম ২৮ লাখ টাকা। এতে সরকার দিয়েছে ২১ লাখ আর বাকী ৭ লাখ দিয়েছে কৃষক। নেত্রী বলেছেন আমার গ্রাম,আমার শহর। অন্যদেশের লোকজন আমাদের দেখলে স্যালুট করে। তারা বলে তোমরা কিভাবে খাদ্যে সয়ংসম্পূর্ণ হলা।

সম্মেলন উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।

শনিবার সকালে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস,মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম,আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান, যুগ্ন সম্পাদক সোহানা তাহমিনা, সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল,ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিন) সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,যুব লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল,মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগেরে সভাপতি আফসার উদ্দিন ভূইয়া প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।