মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার ৮ম প্রতিনিধি সম্মেলন ও শোক সভা অনু‌ষ্টিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

মোঃ‌ লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ ঃ

জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁন অডিটোরিয়ামে দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকা ৮ম প্রতিনিধি সম্মেলন ও শোক সভা অনু‌ষ্টিত হয় ।

গতকাল ২৮‌শে ন‌বেন্ভর রোজ র‌বি বার দুই ঘ‌টিকার সময় দৈ‌নিক দিন প্রতি‌দি‌নের প্রকাশক ও সম্পাদক মোঃশ‌ফিকুর রহমান সাদ্দাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছি‌লেন এ‌শিয়ান টি‌ভির ব চেয়ারম‌্যান বীরমুক্ত‌ি‌যোদ্বা আলহাজ্ব হারুন উর র‌শিদ ।

তরুন সাংবা‌দিক ও‌দিন প্রতি‌দি‌নের ষ্টাফ রিপোটার মোঃ জু‌য়েল রানার সঞ্চালনায় দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকা ৮ম প্রতিনিধি সম্মেলন ও শোক সভা বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপস্হ‌িত ছি‌লেন ,‌দৈ‌নিক দিনপ্রতি‌দি‌নের পত্রিকার উপ‌দেষ্টা আলহাজ্ব র‌কিবুর ইসলাম ,
দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার উপ‌দেষ্টা কামাল,
দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার প্রধান সম্পাদক এম‌জি কিব‌রিয়া ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার নিবার্হী সম্পাদক মোঃজালাল উদ্দ‌িন জু‌য়েল ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার সি‌নিয়ার সহ সম্পাদক মোঃ আব্দুস সামাদ রু‌বেল,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার বার্তা সম্পাদক মোঃসামচুল আলম, দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার সহকারি সম্পাদক মোঃ সালাউদ্দ‌িন উদ্দ‌িন ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার সহকা‌রি সম্পাদক মোঃ‌মোবারক হো‌সেন শা‌হিন ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার যুগ্ন সাধারন সম্পাদক এ আর শামীম মোল্লা ।

দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকা ৮ম প্রতিনিধি সম্মেলন ও শোক সভায় আ‌রো উপস্হ‌িত ছি‌লেন ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার বি‌শেষ প্রত‌ি‌দিন নৌ‌শিন ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার অ‌ফিস সহকারী ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার ষ্টাফ রি‌পোটার আকাশ ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি মোঃ‌লিটন মাহমুদ ,দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার টঙ্গীবাড়ী উপ‌জেলার বি‌শেষ প্রতি‌নি‌ধি মোঃজ‌সিম উদ্দ‌িন শেখ,মোঃআ‌নিছুর রহমান র‌লিন সহ বি‌ভিন্ন জেলা থে‌কে আগত প্রতি‌নি‌ধি গন উক্ত সম্মেলন ও শোক সভায় উপস্হ‌িত ছি‌লেন ।

দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার ৮ম প্রতি‌নি‌ধি সম্মেলন ও শোক সভায় শুরু তে কোরয়ান তে‌লোয়ার ম‌ধ্যে দি‌য়ে অনুষ্টান শুরু হয় ।

এছাড়াও দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার পক্ষ থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় প্রতি‌নি‌ধি মা‌ঝে সন্মনানা স্বারক ‌প্রধান করা হয় ।

দৈ‌নিক দিন প্রতি‌দি‌নের প্রধান উপ‌দেষ্ট মোঃ হারুন উর র‌শিদ‌ের মৃত‌্যু তে অনুষ্টা‌নে মিলাদ ও দোয়া মহ‌ফি‌লের আ‌য়োজন করা হয় । মিলাদ ও দোয়া প‌রিচালনা ক‌রেন হা‌ফেজ মাওলানা আরজউল্লাহ ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।