শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি মুছা, বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন হুমায়ন সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহ আলম,সম্পাদক এমদাদুল বোয়ালখালীতে পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা  ক্লাস চলাকালীন সময় শিক্ষিকার উপর হামলা বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা মধ্যনগরে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত  সাফ জয়ী তিন ফুটবলারকে সাতক্ষীরায় লাল গণসংবর্ধনা  সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন  চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় 

দৈনিক সময়ের সংলাপ অন-লাইন পত্রিকায় (আব্দুল্লাহ আল-মামুন) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়োগ পেলেন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৮২ বার পঠিত

নিউজ ডেক্সঃ

দৈনিক সময়ের সংলাপ নিজস্ব প্রতিনিধি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়োগ পেলেন (আব্দুল্লাহ আল-মামুন)

তিনি লক্ষীপুর জেলার রায়পুর থানার একটি সুন্দর গ্রাম দক্ষিণ পশ্চিম কেরোয়া সন্তান গ্রামটির একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৬:৩০ মিনিটে মাতা আমিনা বেগমের গর্ভে জন্ম নেন আজকের মানবতার সেবক, বিশিষ্ট প্রবন্ধ লেখক , কবি,  মানবাধিকার ও সমাজ কর্মী সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন I পিতা মোহাম্মদ আলী সরকারী চাকুরীজীবী হওয়াতে পরিবার নিয়ে পাড়ি জমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিসিক শিল্প নগরীর সরকারী কোয়াটারে, সেখানেই কাটে তার শৈশবকাল I সেখানকার সুনামধন্য স্কুল কিরোণবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা জীবন সম্পন্ন করেন, ছোট বেলা হতেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, তাই প্রাইমারীতে তাকে ক্যাপ্টেন নির্বাচিত করা হয়, যোগ দেন ক্যাডেটে, সেখানেও তাকে ক্যাডেট লিডার করা হয় I


অত্রপর সেখানকার সুনামধন্য উচ্চ বিদ্যালয় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করার সময় পিতার চাকুরীর বদলী হয় বরিশাল জেলাতে, স্বপরিবারে তাই চলে যান বরিশালে , ভর্তি হন বরিশাল জেলার কাউনিয়া এলাকার একটি জনপ্রিয় বিদ্যালয় সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে, সেখানে তিনি বিজ্ঞান বিভাগ পড়াশোনা করেন, সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়াতে ভোটের মাধ্যমে তিনি প্রধান ক্যাপ্টেন নির্বাচিত হন, উচ্চ মাধ্যমিক পাশ করে লেখা পড়ার পাশাপাশি তিনি বরিশালে সরকারী ভাবে বিভিন্ন কারিগরি কাজের প্রশিক্ষণ নেন |

বরিশাল থেকে তিনি চলে যান নিজ জন্মভূমি লক্ষীপুর জেলার রায়পুরে, সেখানকার সুনামধন্য কলেজ রায়পুর সরকারী ডিগ্রী কলেজে ভর্তি হন, সেখানে লেখা পড়ার পাশাপাশি শুরু করেন সাংবাদিকতা এবং ব্যবসা, ২০০৫ সালে সাংবাদিকতা শুরু করেন জাতীয় “দৈনিক আল মুজাদ্দেদ ” ও স্থানীয় পত্রিকা লক্ষীপুর থেকে প্রকাশিত “দৈনিক নতুন চাঁদ “দিয়ে | পাশাপাশি গড়ে তুলেন দুটি ব্যবসা প্রতিষ্ঠান , মামুন রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রিক ও মামুন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে প্রতিষ্ঠান | সাংবাদিকতার কাজ করতে গিয়ে হয়েছেন সন্ত্রাসী হামলার শিকার, পরবর্তীতে ২০০ ৮ সালে সবকিছু ছেড়ে পাড়ি জমান সৌদিআরবে | শুরু করেন নতুন জীবন, প্রবাস জীবন | দুই ভাই এক বোনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন মেঝো সন্তান I

প্রবাসে এসে তিনি শুরু করেন প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম, তিনি এযাবৎ প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন প্রায় ৫ হাজারেও অধিক। প্রবাসী বাংলাদেশীর কাজ শিখাতে তিনি সেখানে একটি ট্রেনিং সেন্টার গড়ে তুলেছেন এবং প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করেন।

এছাড়াও তিনি আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ সংগঠন এর প্রবাসী কল্যাণ সম্পাদক পদে নিযুক্ত রয়েছেন এবং আন্তর্জাতিক সাংবাদিক পরিষদ যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করছেন I

২০১৩ সালে তিনি পবিত্র মক্কার মসজিদুল হারামে (কাবা ঘরে ) সুপারভাইজার পদে চাকুরী করেন, তখন তিনি পবিত্র হজ্ব পালন করেন, এছাড়াও তিনি অগণিত বার ওমরাহ হজ পালন করেছেন।

বর্তমানে তিনি প্রবাসে পেশায় এইচ ভি এসি সুপারভাইজার ,সেফটি অফিসার, সংবাদকর্মী , সমাজকর্মী এবং মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন।

তিনি বেশ কয়েকটি মিডিয়াতে আন্তর্জাতিক বার্তা সম্পাদক ও আন্তর্জাতিক ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন এদের মধ্য আইপি টিভি “ভাষা টিভি “, (বাংলাদেশ). “এনসিএন টিভি” (ইউএসএ ) “চ্যানেল ইউরোপ” (লন্ডন) “মার্ক মিডিয়া” (লন্ডন), “পল্লী বাংলা টিভি” (বাংলাদেশ ), এ ছাড়া বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করছেন এদের মধ্যে জাতীয় দৈনিক লাখোকন্ঠ, দৈনিক ভোরের ডাক, দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ , দৈনিক আমাদের সময়, দৈনিক মুক্ত খবর, দৈনিক সময়ের সংলাপ।


অনলাইন মিডিয়াতে তিনি কাজ করেন সমান তালে , জনপ্রিয় অনলাইন পোর্টাল সময়ের কন্ঠস্বর, আমাদের সময়, WG News, এটিভি সংবাদ , ক্রাইম ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্ক ,তরুণকন্ঠ , দৈনিক ক্রাইম চিত্র, CNN Bangladesh ,দৈনিক গণচিঠি, প্রবাস ভিশন, সকালের খবর২৪.কম সহ আরো অন্যান্য।

তিনি নিজ উদ্যোগে মানবিক সংগঠন গড়ে তুলে করছেন মানবিক কাজ এদের মধ্যে আব্দুল্লাহ হিউমেনিটারিয়ান এইড ফাউন্ডেশন নামে সংগঠন, এছাড়াও তিনি ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের হয়ে অসংখ্য কাজ করেছেন বাংলাদেশের নিজ এলাকা রায়পুরসহ সমগ্র বাংলাদেশে।

প্রবাস থেকেও তিনি বাংলাদেশের বিভিন্ন জেলার মসজিদ , মাদ্রাসা , এতিমখানার উন্নয়নে কাজ করে যাচ্ছেন , পাশাপাশি সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে তিনি বিশেষ ভূমিকা পালন করে চলেছেন।

আব্দুল্লাহ আল মামুন দৈনিক সময়ের সংলাপ কে এগিয়ে নিয়ে যেতে বস্তু নিষ্ঠু সংবাদ সম্প্রচারের মাধ্যমে বহিবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিতে চান। সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচেষ্টার সাথে তাল মিলিয়ে

সুন্দর করে সমাজকে জাতির বিবেক হিসেবে সাজিয়ে তোলার অঙ্গিকার করে  তিনি বলেন দৈনিক সময়ের সংলাপের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জনাব, দাইয়ানুর রাহমান মিষ্টারনুর ও নির্বাহী সম্পাদক জনাব, তাপস কুমার ঘোষ ভাই ও পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল নিজস্ব প্রতিনিধির  দিকনির্দেশনা মাধ্যমে একযোগে কাজ করে যাবেন বলে জানান একই সাথে দৈনিক সময়ের সংলাপ পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিবাদন জানান। অবশেষে সবার কাছে দোয়া চেয়ে জাতির বিবেক হিসেবে বস্তুনিষ্ট সংবাদ সম্প্রসারের মধ্যে দিয়ে নিজেকে নিতি নৈতিকতার মধ্যমে রাখবেন বলে ওয়াদা করেন সেই সাথে আব্দুল্লাহ আল মামুন  ও তার পরিবারের প্রতি দোয়া চেয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।