সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার, ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, ফরিদপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ বি এম কুদরত এ খুদা এবং ভাঙ্গা উপজেলার সহকারী কমিশন (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও ভাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ভাঙ্গা উপজেলার গ্রাম পুলিশ, সুশীল সমাজের বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ ও ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ বলেন, এইবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে তিনি সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং ভোটাররা যাতে তাদের ভোট প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে আসেন সেই জন্য স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।