মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুইমিনিট থাপ্পারাতে চান ছাত্রদল নেতা সৈয়দ প্রিতম চৌধুরী। তার পোরুনাম (মকবুল হোসেন চৌধুরী প্রিতম) প্রিতম চৌধুরী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়ারচাপুর গ্রামের দানিসুল রহমান চৌধুরীর ছেলে ও নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
এ বিষয়ে সুবিচার চেয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর মঙ্গলবার সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম,এম,এ, রেজা পহেল।
অভিযোগে জানা যায়, দুই মিনিট থাপরানোর সুযোগ পাইলে কারে থাপরাবেন এমন একটি পোষ্ট করা হয় “প্রবাসী বাংলাদেশ” নামে একটি ফেসবুক আইডিতে। তখন সৈয়দ প্রিতম চৌধুরীর ফেসবুক আইডি থেকে কমেন্ট করা হয় “শেখ হাসিনাকে”।
কে এই প্রিতম চৌধুরী? প্রিতম চৌধুরী ইভটিজিং এর দায়ে একজন জেলখাটা আসামী। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে।
তার বাবা একজন প্রাইমারী শিক্ষক। স্থানীয় ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা প্রমাণিত হওয়ায় দোষ স্বীকার করে শালিসের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়টি বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়।
অভিযুক্ত প্রিতম চৌধুরীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীকে এরকম দুঃসাহসিক কটুক্তি করায় প্রিতম চৌধুরীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।অন্যতায় ছাত্রলীগের পক্ষ থেকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারী ছাত্রদল নেতা প্রিতম চৌধুরীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যতায় দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। জরুরি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মান্নান
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২