প্রশান্ত বিশ্বাস,যশোর প্রতিনিধিঃ
বর্ষপূর্তি উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন ও ‘এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২২মার্চ) ২০২৩ সকালে যশোর জেলার বাঘারপাড়া থানা ধলগ্রাম ইউনিয়ন যুব কল্যাণ সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক শাখা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ প্রতিবেদন উপস্থাপন ও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র
আয়োজিত অনুষ্ঠানে প্রথম অধিবেশন করেন সংগঠনের ধলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহাফুজুর রহমান (দিপু)
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে ঐক্যতাবদ্ধ থাকতে হবে। মানসম্মত শিক্ষা গ্রহণ, প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে কারিগরি ও কর্মমূখী শিক্ষায় দক্ষতা অর্জনের জন্যও গুরুত্ব দিতে হবে। সমাজ, জাতি ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে ছাত্র ও যুব সমাজকে আরো জাগ্রত থাকার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট ইদ্রিস আলী পিপি জেলা জজ কোর্ট যশোর সাবেক সভাপতি জেলা আইনজীবী সমিতি যশোর। সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল ইসলাম (রবি) চেয়ারম্যান ৫ নং ধলগ্রাম ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ৫ নং ধলগ্রাম ইউনিয়ন শাখা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আকরাম হোসেন খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বিশেষ অতিথি মোঃ আলহাজ্ব মাস্টার আবু বক্কর শিকদার সাবেক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান( হারু) সহ-সভাপতি বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ। আরো ছিলেন অবঃ শিঃ মাস্টার শ্রী অমল স্বর্ণকার দপ্তর সম্পাদক ৫ নং ধলগ্রাম ও ইউনিয়ন আওয়ামীলীগ, আরো উপস্থিত ছিলেন বীর প্রতীক ইসহাক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জনাব জাহিদ ইসলাম, ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান মাহফু, মোঃ বেলাল হোসেন সাব ইন্সপেক্টর বাঘারপাড়া থানা , মোঃ মাজারুল ইসলাম মোঃ রাকিব ইসলাম আরো উপস্থিত ছিলেন
বিভিন্ন উপজেলা-ইউনিয়ন শাখার সাবেক-বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদক/প্রতিনিধি, বিভিন্ন এলাকার গণমান্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।