মোঃ রায়হান আলী, নওগাঁ নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বাঁশের বেড়া ও টিনের চালা উঠিয়ে আবুল কালাম আজাদ নামে এক অসুস্থ অসহায় ব্যক্তির জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৪শে নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কাশোঁপাড়া ইউপির কৈবত্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত আজিমুদ্দীনের ছেলে জমির মালিক আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, মৃত পরেশ উল্লাহর ছেলে আহসান আলী, আহসান আলীর ছেলে সুরতজ্জামান,ও হাফিজুল ইসলাম, মৃত আফসার আলী ছেলে ইবতাদুল বাবু, হাফিজুলের স্ত্রী আয়েশা খাতুন, মোয়াজ্জেম হোসেন স্ত্রী হালিমা বেগম ও ইবতাদুলের স্ত্রী শিরিনা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সাড়ে দশটার দিকে আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের দখলকৃত জমি বাঁশের বেড়া দিয়ে ঘেরে গাছপালা ও টয়লেটের ট্যাংকি জোরপূর্বক নিজেদের দখলে নেয় এবং সেখানে টিনের ছাউনি দিয়ে একটি বারান্দা নির্মাণ করেন।
এ সময় অসুস্থ আবুল কালাম আজাদ বাধা দিতে গেলে তাকে মারধর করার জন্য উদ্ধত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবং সেখানে গেলে খুন রকমের হুমকি প্রদান করেন। নিরুপায় হয়ে অসহায় আবুল কালাম আজাদ জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে (৯৯৯) ফোন দেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশের এএসআই আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সত্যতা পেয়ে আসামিদের লাগানো বাঁশের বেড়া ও টিনের চালা সরিয়ে নিতে বললে এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গেও তারা অসৌজন্যমূলক আচরণ করেন। তবে এসব বিষয় অস্বীকার করেছেন অভিযুক্তরা। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।