মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় শ্রী শ্রী ভগবান রাম চন্দ্রের জন্ম উৎসব পালন উপলক্ষে হাজারো ভক্তবৃন্দ্রের ঢল নেমেছে। রাম রাম ধ্বনীতে মুখরিত জিও মন্দির প্রঙ্গন। এভাবে প্রতিবছরের ন্যায় এবারো পালিত হচ্ছে ভগবান রামন চন্দ্রের জন্ম উৎসব। পুজা অর্চনা ও মান্নতের মধ্যদিয়ে ভক্তবৃন্দরা পালন করছেন জন্ম উৎসব। অনেকে সুস্থতার জন্য মন্দির প্রাঙ্গনে শুয়ে থেকে ভগবানের কৃপা কামনা করছেন। ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় প্রাচীন ঐতিহাসিক প্রসিদ্ধ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এখানে পালিত হয়ে থাকে। এ-উপলক্ষে প্রতি বছর দশদিন ব্যাপী রঘুনাথ জিও মন্দির এলাকায় মেলা বসে থাকেন। মেলাতে সকল ধরনের আসবাব পত্রসহ প্রয়োজনীয় কৃষি ও গৃহস্থালী জিনিসপত্র পাওয়া যায়। পাওয়া যায় হরেক রকম মিষ্টি জাতীয় খাবার। মেলায় ভক্তবৃন্দের নিরাপত্তা জন্য মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমান পুলিশ। প্রথম দিনে মেলা পরিদর্শন করেন, রাজশাহী বিভাগের সহকারি ভারতীয় হাই-কমিশনার মনোজ কুমার, স্থানীয় সংসদ সদস্য ব্রহানী সুলতান মামুদ গামা (এমপি) সহ দলীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার, মোঃ জাকিরুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজী, মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র,সিনিয়র সহ-সভাপতি মনোজিৎ কুমার ও সাধারণ সম্পাদক সতেন্দ্রনাথ প্রামাণিক প্রমুখ।