নওগাঁর মান্দায় হামিদুর রহমান নামে এক ভ্যানচালকের ১বিঘা জমির পাকা রুপা-আমন ধান কেটে নেওয়া অভিযোগ উঠেছে প্রতিপক্ষের মোশারফ গংদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলার ভালাইন ইউপির চকভালাইন গ্রামে এ ঘটনা ঘটে। জমির মালিক হামিদুর রহমান মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের চককুন্দরপুর গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে।
অপরদিকে প্রতিপক্ষরা হলেন মান্দা উপজেলার ভালাইন ইউপির চকজামদই গ্রামের মৃত-সফের আলী প্রামানিকের ছেলে মোশারফ হোসেন(৪২) তার ছেলে বুলবুল হোসেন(২৪), রায়হান হোসেন(২১), ও স্ত্রী আছিয়া বেগম(২৮) সহ অজ্ঞাত আরও ৮/১০ জন।
ভুক্তভোগী হামিদুর রহমান জানান চকভালাইন মৌজার খতিয়ানভুক্ত বাপ দাদার ১ একর ৭১ শতাংশ সম্পত্তি ভোগ দখল করে আসছি। চলতি মৌসুমী আমন ধান রুপন করেছি। সপ্তাহখানেক পরে ধান কেটে ঘরে তুলব ভেবেছিলাম। এমতাবস্থায় গত ১০/১১/২২ ইং তারিখে মোশারফ গংরা ভাড়াটে লোক দিয়ে আমার রুপনকৃতো ধান কাটতে শুরু করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছুটে যায় জমিতে কিন্তু মোশারফ গংদের সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে তাড়া করে। নিরুপায় হয়ে ৯৯৯ এ কল করলে মান্দা থানা পুলিশের এএসআই আলতাফ ঘটনাস্থলে গিয়ে ফায়সালা না হওয়া পর্যন্ত ধান কাটা নিষেধ করেন । কিন্তু মোশারফ গংরা পুলিশের বাধা উপেক্ষা করে ধান কাটতে থাকেন। পরে মোশারফ হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর- এ আলম সিদ্দিকী (বিপিএম) বলেন, ধান কাটার ঘটনা একটি মামলা হয়েছে তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।