মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় কুসুম্বা শাহী দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ুয়া(১৪) বছর বয়সী এক ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণের ১৯ দিন পর তাকে উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। পুলিশ জানাই গতকাল শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আমিন গাইন লেবু (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আমিন গাইন উপজেলার কুসুম্বা গ্রামের মফিজ গাইনের ছেলে। তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর স্থানীয় একটি মাদ্রাসার সামনে থেকে আমিন গাইনসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে আমিন গাইনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় গত চার ডিসেম্বর দৈনিক সময়ের সংলাপে অনলাইনে প্রথম একটি নিউজ ছাপা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি আমিন গাইনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।