মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি লেদের দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে । বৃহস্পতিবার বেলা ১২: ৩০ মিনিটের দিকে উপজেলার সতিহাট মুরগি পট্রি এলাকায় এঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দোকান মালিক রেজাউল করিম জানান প্রতিদিনের ন্যায় দোকানে ওয়েল্ডিং এর কাজ করছিলাম এ সময় হঠাৎ করে বৈদ্যুতিক বোর্ডে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা মান্দা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মান্দা ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ নুর ন্নবী জানান, সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।