মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। মূত আনোয়ার নওগাঁ সদর উপজেলার তাতারপুর হাজীপাড়া গ্ৰামের তাহের চৌধুরীর ছেলে। বেলা ১২টার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বালু বোঝাই ট্রাক্টর নওগাঁ থেকে নিয়ামতপুর উপজেলার রাধানগর যাওয়ার পথে, গাড়ির চালক ফেরিঘাট এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে রাস্তার নিচে ব্যাটারির দোকানে যান। এ সময় গাড়িটি উপর থেকে নিচের দিকে গড়িয়ে আসতে থাকে চালক দেখতে পেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থানে তার মৃত্যু হয়।
অপরদিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার জানান, কয়েকজন লোক একটি পিকআপে করে এক আহত যুবককে হাসপাতালে সামনে রেখে পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। অপরদিকে ট্রাক্টর চাপায় নিহত ব্যক্তির আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।